ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এবং ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়- প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর পক্ষে গত ৯ মে প্রচারণার সময় ভোটারদের বিরুদ্ধে উস্কানিমূলক ও মানহানিকর মন্তব্য করেন। ভিডিওটি নজরে আসে, যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮(ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় আগামি ১৪ মে বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের অনুরোধ জানানো হয়।
অন্যদিকে একইভাবে ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেনকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়- ফেসবুকে উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে পোস্ট দিয়েছেন। যা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং সাধারণ ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এ পোস্ট নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন পরিচালিত পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছে। যা বিধিমালা ৫ক বিধির (২) উপবিধির সুপষ্ট লঙ্ঘন। কেন এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবেনা তা ১৪ মে সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের অনুরোধ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এবং ফটিকছড়ি পৌরসভার মেয়রকে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘন করার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ১৪ মে তাদের সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়।