ফটিকছড়ির সাবেক এমপি সনির বিরুদ্ধে মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ ৪০ জনের নামে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন কুরবান আলী (২৪) নামে এক ব্যক্তি।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ফটিকছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন, মোহাম্মদ হাসান, মো: জামাল, রায়হান রুপু, রিয়াদ আজিজ, মো: শহিদ, শহিদ মেম্বার, কিং সাহেদ, মেজবাহ উদ্দিন, রেজাউল করিম, আশরাফুজ্জামান শাকিল, ইকবাল হোসেন শাহেদসহ ৪০ জন নামীয় এবং ৪০০/৫৫০ অজ্ঞাত আসামি।

মামলার এজাহার উল্লেখ করা হয়েছে-  বাদী একজন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী। আসামিরা স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী এবং আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের রাজনৈতিক ক্যাডার হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ বলেন- ফটিকছড়ি থানায় ৪০ জনের নামসহ অজ্ঞাত প্রায় ৪০০-৫৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী কুরবান আলী।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সাগরের জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প