ফটিকছড়ির উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার থেকে তিন মাদক কারবারিকে মোটরসাইকেলসহ আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কবীর হোসেন (২৫), মোহাম্মদ আক্তার (২৮) ও মোহাম্মদ রবিউল (২৮)। তারা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপির বাসিন্দা।
মঙ্গলবার রাতে ওই এলাকার রামগড়-হেয়াকো সড়কের বাংলাবাজার থেকে তাদের আটক করে ভূজপুর থানা পুলিশ।
আটককৃতদের তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ১শত ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী জানিয়েছেন – গোপন সংবাদের ভিত্তিতে সড়কে প্রতিরোধ করে মালামাল ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি থানাই জব্দ করা হয়েছে।