চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউভেটরে জন্ম নেওয়া ৩৩টি অজগরের ছানা ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। বার্মিজ রক পাইথন প্রজাতির এই সাপগুলো গতকাল শুক্রবার বিকেলে বনে ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ প্রমুখ।
ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ইনকিউভেটরে জন্ম নেওয়া এসব অজগরের ছানাগুলোর বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।