ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৬ বসতঘর। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের মধ্যম খিরাম গ্রামের ছুফি পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার মাওলানা মো. আজগর, মো. আবু বক্কর, মো. মুন্সি মিয়া, মো. রমজান আলী, মোহাম্মদ আবু তাহের ও মনোয়ারা বেগমের কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ দিকে ওই গ্রামের ছুফি পাড়ার এসব বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে গ্রামের এসব বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন। খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ বলেন, ‘অত্যন্ত দরিদ্র এসব পরিবারের মাঝে খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়ার চেষ্টা চলমান আছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনেরও সহায়তা কামনা করছি।’ ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এসব বসতঘর পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলমান আছে। গ্যাসের চুল্লি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’