ফটিকছড়ির উদয়ন শরীফ দরবারে সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির পাইন্দংএ উদয়ন শরীফ দরবারে তোরণ উদ্বোধন, সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দরবারের প্রতিষ্ঠাতা হযরত শেখ সৈয়দ আবু মোহাম্মদ ইউনুস জ্বালালীর রওজা শরীফে এসব কর্মসূচি সম্পন্ন হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী। দরবার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেনপাইন্দং ইউপির প্যানেল চেয়ারম্যান বাবু গৌতম সেবক বড়ুয়া, আলতাফ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু মুছা, রেহাউল করিম চৌধুরী টিপু, মো. মুজিব চৌধুরী, আব্দুর রহিম, মো. ইলিয়াস, বাবুল মহাজন, নাছিমা বেগম, মনোয়ারা বেগম, মাহবুবুল আলম, হাবিবুল্লাহ চৌধুরী, সাহাবু, ছৈয়দুল হক, আব্দুল হালিম প্রমুখ।

এসময় প্রধান অতিথি নাজিমুদ্দিন মুহুরী বলেন, আল্লাহর ওলিআউলিয়াদের দেখানো পথ আমরা অনুসরণ করবো। হযরত শেখ সৈয়দ আবু মোহাম্মদ ইউনুস জ্বালালী শিক্ষাজীবনে মেধাবী ছিলেন। এরপর দীর্ঘদিন তিনি শিক্ষকতার মত পেশায় আলো ছড়িয়েছিল। তার সে আলো আজো প্রসারিত হচ্ছে। এসময় এ দরবারে উপজেলার পক্ষ থেকে বিশেষ প্রকল্প বরাদ্দ দেয়ার আশ্বাস দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকূটনৈতিক ভারসাম্যে সরকারের বিচক্ষণতা আবশ্যক
পরবর্তী নিবন্ধনারী সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার