ফটিকছড়িতে ৫টি ড্রাম ট্রাক জব্দ, জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ৭:৪৯ অপরাহ্ণ

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটা ও বালি উত্তোলনের সাথে জড়িত ৫টি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এসব কাজে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩০ মার্চ (শনিবার) উপজেলা বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব গাড়ি জব্দ এবং জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- অবৈধ মাটি এবং বালি তুলার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ৫ টি ডাম্প ট্রাক/জিপ জব্দ এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধপুলিশ নারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল