ফটিকছড়িতে ১৫০০কেজি রাবার জব্দ করল ছাত্র-জনতা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৫৬ অপরাহ্ণ

ফটিকছড়ির নারায়ণহাটে অবৈধ পথে পাচারের সময় ১৫০০ কেজি রাবার আটক করে প্রশাসনকে দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার নারায়ণহাট ইউপির ৫নং ওয়ার্ডের জুজখোলা এলাকা থেকে এসব রাবার জব্দ করা হয়।

জানা যায়- রাবার গুলো নেয়ার পথে ছোট ট্রাকটিকে সন্দেহ লাগায় সাধারণ ছাত্র-জনতা সেটিকে আটক করে। পরে গাড়ি চেক করা হলে সেখানে রাবার পাওয়া যায়। ড্রাইভার এবং সাথে থাকা অন্যজনকে জিজ্ঞাসা করলে তারা বৈধ কোন রাবারের চালান বা কোন প্রমাণ দেখাতে পারেনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাত্র মো: ইয়াছিন বলেন- আমাদের সন্দেহ লাগায় গাড়িটকে আটকায়। পরে তারা চোরা রাবার পাচার করছে জানতে পেরে সেগুলো আটক করে দাঁতমারা রাবার বাগানকে খবর দিই।

এ ব্যাপারে দাঁতমারা রাবার বাগানের ডিজিএম রুহুল আমিন বলেন- সাধারণ ছাত্র-জনতা প্রায় ১৫০০ কেজি রাবার আটক করে। পরে আমরা এগুলো জব্দ করে নিয়ে এসেছি। জব্দ তালিকা করে এসব রাবার আমরা পুলিশের কাছে হস্তান্তর করবো এবং এর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় যৌথ অভিযানে ৭ রোহিঙ্গা গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা