ফটিকছড়িতে হোমিওপ্যাথিক পরিষদের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা

| সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় ফটিকছড়ির ভুজপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, হতদরিদ্রদের নগদ অর্থ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বাহোপ চট্টগ্রাম জেলা পৃষ্ঠপোষক অধ্যক্ষ ডা. আবদুল করিমের সৌজন্যে গত ৬ সেপ্টেম্বর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের তত্ত্বাবধানে এ আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ডা. মৃদুল কান্তি দে, জেলা শাখার সহসভাপতি ডা. এসএম ছালেহ জাহাঙ্গীর, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এসএম রবিউল হোসাইন, ভুজপুর শাখার সভাপতি ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ফটিকছড়ি শাখার সম্পাদক ডা. বংকিম দেবনাথ, সোয়াবিল জনকল্যাণ পরিষদের সভাপতি এম এনামুল হক, ডা. মোহাম্মদ মহসিন, জেলা শাখার ত্রাণ ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. অহিদ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ডা. ফারজানা বাহার, ডা. মো. মিজানুর রহমান ও মো. মামুনুর রশিদ প্রমুখ। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাহোপ ফটিকছড়ি, ভুজপুর শাখা ও সুয়াবিল ইসলামিক জনকল্যাণ পরিষদ।

এতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের আমিরহাটে ঈদে মিলাদুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল