ফটিকছড়িতে হাছান মাহমুদের শ্বশুর বাড়ি থেকে সরকারি গাছ উদ্ধার
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের শ্বশুরবাড়ি সুন্দরপুর ইউপির মাস্টারবাড়ি থেকে প্রায় ১৫-২০টি সরকারি গাছ জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ওই বাড়িতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ।
উপজেলা প্রশাসন ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, হাছান মাহমুদের শ্বশুরবাড়ি সুন্দরপুর ইউনিয়নের মাস্টারবাড়িতে বিভিন্ন প্রজাতির সরকারি গাছ জমা করে রাখার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী সেখানে অভিযান পরিচালনা করেন।
সেখান থেকে আকাশমণি, মেহগণি, সেগুন, আমগাছসহ প্রায় ১৫-২০টি বিভিন্ন প্রজাতির গাছের কাটা অংশ জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন- গ্রামীণ সড়কের পাশ থেকে স্থানীয় সরকার বিভাগের মালিকানাধীন গাছগুলো কোন এক সময় কেটে রাখা হয়েছে। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করেছি। কে বা কারা কেটেছি তা নিশ্চিত ভাবে এখনো বলা যাচ্ছেনা। গাছ গুলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের এর শশুর বাড়িত থেকেই জব্দ করা হয়েছে। ওগুলো এখনো ওখানেই আছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিভিন্ন প্রজাতির প্রায় ১৫-২০ টি গাছ জব্দ করা হয়েছে। সেগুলো স্থানীয় সরকার বিভাগের মালিকানাধীন গাছ। ব্যক্তিগতভাবে কারও সেই গাছ কেটে নিজের জিম্মায় রাখার কোনো সুযোগ নেই। জব্দের পর গাছগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। ইতিমধ্যে বন অধিদপ্তরে গাছ গুলো নিয়ে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। পরবর্তীতে সেগুলো নিলামে তুলে বিক্রি করা হবে।’