চট্টগ্রাম ফটিকছড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপানে স্বামী আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১০ অক্টোবর মধ্যরাতে সুয়াবিল ইউপির ১নং ওয়ার্ডস্থ বারমাসিয়া গ্রামের শহরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৩৫) একজন অটোরিকশা চালক। তার ২মেয়ে এবং ২ছেলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুয়াবিল ইউপি চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন বলেন- আইয়ুব আলীর স্ত্রীর মাথায় একটু সমস্যা ছিল(মানসিক)। রাতে তাদের ২জনের মধ্যে ঝগড়া হয়েছিল। আইয়ুব আলী এর জের ধরে বিষপান করে, পরে মারা যায়।
তবে এ ব্যাপারে কোন খবর নাই বলে জানান ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী।