চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় স্ত্রীর পরে যাওয়া উড়না তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিক মিস্ত্রি মো: জাহেদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়ে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কবির মেম্বার সাজুর বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান।
স্থানীয়রা জানান- নিহত জাহেদ হাসান কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির বাসিন্দা। সে ভাড়া বাসায় বসবাস করতো। ৬ মাস আগে বিয়ে করে জাহেদ। ঘটনার দিন তার স্ত্রীর উড়না সাজুর বিল্ডিংয়ের ছাদে পড়লে সেটি অন্ধকারে আনতে যায় সে। সেখানে ৩৩ হাজার লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।