ফটিকছড়িতে স্কাউটস এর সমাবেশ ও তাঁবু জলসা

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ি উপজেলা স্কাউটস এর সমাবেশ ও মহা তাঁবু জলসা উপজেলার হারুয়ালছড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা ও কমিশনার মো. কামরুল হায়দার। ৪ দিন ব্যাপী এই সমাবেশ গত বৃহস্পতিবার সম্পন্ন হয়। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের শোক সভা
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ড স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়