ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যাক্তির পরিচয় মিলেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে কয়েকজন লোক আহত অবস্থায় নিহত ওই ব্যাক্তিকে মেডিক্যালে নিয়ে আসে।
তারা এ সময় বলে, লোকটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে এবং আহত আরো অনেকে আছে তাদের মেডিক্যালে নিয়ে আসার জন্য যাচ্ছে বলেই চলে যায়। পরে আর আসেনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আরেফিন আজিম বলেন- নিহত বৃদ্ধকে মেডিক্যাল এ নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।












