ফটিকছড়িতে শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করা হবে

আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে উপজেলা আইনশৃংখলা কমিটির ও মাসিক সাধারণ সভা গত ২৮ মার্চ উপজেলার জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির এমপি খাদিজাতুল আনোয়ার সনি। তিনি বলেন,ফটিকছড়িতে সকল ধরনের মাদক, সন্ত্রাস, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, নিয়মিত শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের যে সকল উদ্যোগ গ্রহণ দরকার এ সব কিছুই বাস্তবায়ন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাড.সালামত উল্লাহ, এসিল্যান্ড মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ঈসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, ডা. আরেফিন আজিম, প্রকৌশলী তন্ময় নাথ, আবুল হোসেন, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক জানে আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি জামাল খান শাখার সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করে যাচ্ছে