ফটিকছড়িতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

শহীদ এনাম স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আজিমপুর স্পোর্টিং ক্লাব। গত শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ধর্মপুর এফসিকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব হাসান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, এ কে এম মহিউদ্দিন আজম তালুকদার, হাফেজ জয়নাল আবেদীন ভাণ্ডারী, মনছুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি বিবিরহাট বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, গাজী আমান উল্লাহ, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক টিটু, মহিন উদ্দিন, ইকবাল, আরমান উদ্দিন কালু, লাভলু, মোজাহারুল ইকবাল লাভলু, আরফাত তুষার, মো. আকতার, আবু বক্কর চৌধুরী চৌধুরী মইন, মো. ওসমান, মোজাম্মেল অভি, আকরাম, আমান, তাকিব, আজিজ, খোরশেদ ও আলাউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কেপিএল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন