ফটিকছড়িতে শফিকিয়া দরবারের মাহফিল

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

শফিকিয়া দরবার শরিফের ১৮তম বার্ষিক তরিকত মাহফিল গত ১ মে ফটিকছড়ি উপজেলার গোপালঘাটা গ্রামের বকুলতলায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহসুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মজিআ)। মুখ্য আলোচক ছিলেন মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ কারি মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন কাদের চৌধুরী। উদ্বোধক ছিলেন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী।

এতে বিশেষ আলোচক ছিলেন ছিপাতলী জামেয়া গাউসিয়া বহুমুখী কামিল মাদরাসার প্রধান মুফাচ্ছির আল্লামা শফিউল আলম নিজামী ও আহছানুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনছারী। তকরির পেশ করেন মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী, মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, মাওলানা মুহাম্মদ মুছা চৌধুরী, মাওলানা মুহাম্মদ মীর মহিউদ্দিন কাউসার ফয়েজী, মাওলানা মুনির উদ্দিন ও হাফেজ মাওলানা মুহাম্মদ ইমাম হাসান আরাফাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল
পরবর্তী নিবন্ধদি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অনুষ্ঠান