ফটিকছড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি নারীদের শ্লীলতাহানি

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের সাথে থাকা আত্মীয়স্বজনের মাইক্রো (হাইস) গাড়িতে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা নারায়ণহাট ইউপির ভাঙ্গা ব্রিজ ও টেকের দোকান নামক এলাকার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে। জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন বৃদ্ধা মারা যান। এরপর মৃত লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে উত্তর ফটিকছড়ির পথে ফিরছিলেন স্বজনরা। এসময় পরিবারের বাকি সদস্যরা অ্যাম্বুলেন্সের পিছনে একটি মাইক্রো গাড়ি (হাইস) নিয়ে ফিরছিলেন। এমনি সময় নারায়ণহাট ভাঙ্গা ব্রিজ ও টেকের দোকান নামক এলাকার মাঝামাঝি স্থানে ডাকাত দল অ্যাম্বুলেন্স এবং মাইক্রো গাড়িটিকে আটকায়। পরে লাশের সাথে থাকা ৬৭জনের মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, মেয়েদের হাতের আংটি, গয়না, এবং ব্যাগগুলো ডাকাতরা ছিনিয়ে নেয়। তারা গাড়ি ভাঙচুর এবং গাড়িতে থাকা ব্যক্তিদের মারধরও করে। এসময় মহিলাদের শ্লীলতাহানিও করে বলে জানান গাড়ির যাত্রীরা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নারায়ণহাটে ডাকাতির ঘটনায় ভূজপুর থানায় মামলা চলমান আছে। এ ঘটনায় ডাকাত দলের একজনকে আটক করা হয়েছে। তার মাধ্যমে ডাকাত দলের অন্যান্য সদস্যদের চিহ্নিত করার চেষ্টাও চলছে।

পূর্ববর্তী নিবন্ধজোয়ার ভাটার সময়-সূচি
পরবর্তী নিবন্ধগণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই