ফটিকছড়িতে রাস্তার ধারে ব্যাগভর্তি মৃত নবজাতক

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির পাইন্দং কাঞ্চন নগর রাবার বাগান সংলগ্ন মহাসড়কের ধারে ব্যাগভর্তি এক মৃত নবজাতকের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে নবজাতকটি পাওয়া যায় বলে নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা।

এলাকাবাসী জানায়, সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাঞ্চন নগর রাবার বাগান সংলগ্ন রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। পরে কয়েকজন ব্যাগটি দেখার জন্য গেলে সেখানে একটি মৃত নবজাতক দেখতে পায় তারা। তখন তারা ৯৯৯ বিষয়টি জানানোর পর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হুদা দৈনিক আজাদীকে বলেন-, কে বা কারা লোক চক্ষুর অন্তরালে নবজাতককে ফেলে রেখে পালিয়ে গেছে। ৯৯৯নাম্বারে কল এর মাধ্যমে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এর বিরুদ্ধে ময়নাতদন্ত পূর্বক মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতকের প্রকৃত বাবা মা কারা খুঁজে বের করার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিয়েছে হামাস
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কাভার্ডভ্যান পিষে মারলো ৩ জনকে