ফটিকছড়িতে মা ও ভাইয়ের ঘাতক ইয়াছিন গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ফটিকছড়ির ভূজপুরে আপন মা এবং ভাই হত্যাকারী ঘাতক মো: ইয়াছিন (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভূজপুর থানার সামনে ঘেরাও করতে দেখা যায় স্থানীয় জনতাকে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার মা জোলেখা খাতুন (৬০) এবং ছোট ভাই মো: মাসুম (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যায়। নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদ এর ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেনপাতার বস্তা রাখা নিয়ে মায়ের সাথে ইয়াসিনের কথা কাটাকাটি হয়। পরে ছোট ভাই মাসুম এসে ইয়াসিন কেন তাদের মা কে গালাগালি করলো জানতে চাইলে ইয়াসিন তার আপন মা জোলেখা খাতুন এবং ছোট ভাই মো: মাসুমকে এলোপাতাড়ি ধারালো দা দিয়ে কোপাতে থাকে। পরে স্থানীয়রা এসে তাদের মেডিক্যাল এ নিয়ে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায়নিহত মাসুম মাবাবা এবং স্ত্রী সন্তানের একমাত্র উপার্জনদাতা। মাসুমের মৃত্যুতে পুরো পরিবারটি এক অনিশ্চিত ভবিষ্যতে দিকে। অন্যদিকে প্যারালাইজড আলী আহমেদ স্ত্রী এবং ছেলে হারিয়ে হতভম্ব। তাদের দেখার আর কেউ রইলো না। এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেনঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়েছে। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মা ও ভাইয়ের ঘাতক ইয়াছিন গ্রেপ্তার, থানা ঘেরাও!
পরবর্তী নিবন্ধহামিদচরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন