চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গিয়ে বিলে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্য থেকে মো: জামাল উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোররাত ৪টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং পেলাগাজী দিঘী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক গাবরুল এলাকার জলঢাকা উপজেলা এবং নীলফামারী জেলার তবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- গাড়িটি বারৈয়ারহাট হয়ে মাইজভান্ডার দরবার শরীফে আসার সময় এ ঘটনা ঘটে। এসময় গাড়ির ভেতরে থাকা আহত যাত্রীদের তড়িঘড়ি করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: নুর আহম্মেদ বলেন- সকালে খবর পাওয়ার সাথে সাথে আমাদের টীম ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। পরে চমেক থেকে বিষয়টি আমাদের জানানো হয়। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আহতদের মধ্য থেকে একজনের মৃত্যু হয়েছে।