ফটিকছড়িতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে শাহজাহান স্বপন (৫০) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে মোবাইল ফোনে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় বখতপুর ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত চমেক হাসপাতালে তার অপারেশন চলছিল।

স্থানীয় সূত্র জানায়, ব্যাংকার শাহজাহানকে মুঠোফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার শাহজাহান স্বপনের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত শাহজাহানের ছোট ভাই মহসিন খোকন জানান, হামলাকারীরা সিএনজি যোগে এসেছিল। মারাত্মক আহত অবস্থায় তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংকের চাকরির সুবাদে শহরে থাকেন শাহজাহান। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীকে গড়ে তোলা হচ্ছে স্মার্ট উপজেলা হিসেবে
পরবর্তী নিবন্ধঢাকায় কাল ঈদে মিলাদুন্নবীর (সা.) জশ্‌নে জুলুস