মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম হাইদ চকিয়া শাখার উদ্যোগে স্বাবলম্বী নারীর প্রগতিশীল সমাজ নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান দক্ষ জনশক্তি গঠনের আলোকে বিনামূল্যে ফ্রি সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল রোববার বিকাল ৪টা থেকে হাইদ চকিয়া গ্রামে সংগঠনের হলে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান ঐক্য পরিষদের উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট নূরী আসমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন– সংগঠনের উপদেষ্টা কুমার রতন আচার্য। বিশেষ অতিথি ছিলেন– জেসমিন মাহমুদ, জুলিয়া সুলতানা, বাবু সুজন শীল, পন্ডিত নারায়ণ আচার্য, সোমা চৌধুরী সুমী, মৌসুমী চৌধুরী, প্রধান শিক্ষক অর্চ্চনা রাণী আচার্য, রুবানা আচার্য তুনী, সাংবাদিক মো: জিপন উদ্দিন। অনুষ্ঠানে ৩৫জন প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন স্তরের আগ্রহী দর্শনার্থী উপস্থিত ছিলেন। সংগঠনের অধ্যক্ষ ডা: বরুণ কুমার আচার্যের সঞ্চালনায় পন্ডিত তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন–গাউছিয়া হক কমিটি আশ্রম শাখার সভাপতি বিপ্লব চৌধুরী শাওন, সাধারণ সম্পাদক ধীমান দাশ, আশ্রমের সভাপতি বাবু টিটু চৌধুরী, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য, রুবেল শীল প্রমুখ।