ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুন, ২০২৪ at ৪:০৪ অপরাহ্ণ

ফটিকছড়ির সমিতির হাটে সালাউদ্দিন তাসিন (১৬) নামে এক ১০ম শ্রেণীর শিক্ষার্থী বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।

১৮ জুন (মঙ্গলবার) উপজেলার সমিতির হাটের রাজা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন।

জানা যায়- সালাউদ্দিন ওই এলাকার জনৈক বাবুর ছেলে। সে সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। বাড়িতে বল খেলার সময় চাচার ঘরে গিয়ে বল পড়ে৷ সেখানে ভবন নির্মাণ কাজ চলছিল।

এমতাবস্থায় বলটি কুড়াতে গেলে তারের সাথে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে ছেলেটি মারা যায়।

এর আগে ফটিকছড়িতে ১৭ জুন রাতে পাগলা মহিষের আক্রমণে এক বৃদ্ধ এবং ১৮ জুন দিনগত রাতে ৭টি বসতঘরে আগুণ লাগে এতে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার