ফটিকছড়ির বাগানবাজরে বালু উত্তোলনে বাধা প্রদান করায় কথা কাটাকাটির জের ধরে দুর্বৃত্তের হামলায় দুলাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে বাগানবাজার ৩নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ওই বৃদ্ধ একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্যদের কাছ থেকে জানা যায়- কয়েকজন ব্যক্তি নিহতের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করার সময় ওই বৃদ্ধ বালি উত্তোলনে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার মাথায় বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে সজোরে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পর বিকেলের দিকে ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল হক বলেন- বালু উত্তোলনে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন আছে।