ফটিকছড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২২ জুন, ২০২৪ at ২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২২জুন (শনিবার) সকাল পৌনে বারোটার দিকে উপজেলার সুন্দরপুর ইউপির ১নং ওয়ার্ডের আজিমপুর আদর্শ বাজারের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের বাড়ি উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাট সুজানগরে। সে ওই এলাকার মুহাম্মদ শাহাজাহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় যুবক মেহেদী মিরাজ ও জাকারিয়া সিয়াম।

জানা যায়-করিম কারিগর বাড়ির বাসিন্দা কামালের কাছ থেকে বাঁশ কিনেছিলেন। সকালে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন করিম। এসময় একটি কাটা বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ভ্রমণে আসা মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমাকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউর রহমানের ছেলে ইফাত