ফটিকছড়িতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫ থেকে ১৮ জনের একদল ডাকাত নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দেওয়ায় মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। গত রোববার দিনগত রাতে উপজেলার সুয়াবিলের উত্তর হাজিরখীলের ফয়েজ আহমদ সওদাগর বাড়ির মোহাম্মদ মাইনুদ্দিন ননির ঘরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিনের বড় ভাই মো. মাসুম বলেন, ১৫/১৮ জনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। এমন সময় ডাকাতদের বাঁধা দিলে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে তারা। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ডাকাতরা ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
ভূজপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেছি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












