ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান

| শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটিছড়িতে বন্যা কবলিত দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রি ঢেউটিন ও আর্থিক সহায়তা দিয়েছেন সৌদি আরব রিয়াদস্থ চট্টগ্রাম সমিতি। গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ১০ নং সুন্দরপুর ইউনিয়ন আজিমপুর গ্রামে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামিক মডেল মাদরাসা মিলনায়তনে এই ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক চৌধুরী। চট্টগ্রাম সমিতির কর্মকর্তা ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম চৌধুরী, চট্টগ্রাম সমিতির যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউসূফ, যুগ্ম সম্পাদক মোজাফ্‌ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, সোলায়মান চৌধুরী, মুহাম্মদ নোমান, মুহাম্মদ জামাল, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও বৈষ্যিক মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সেবায় বিভিন্নভাবে যার যার সামর্থ অনুযায়ী যেভাবে মানুষ ঝাপিয়ে পড়ে এক বিরল দৃষ্টান্তও বটে; তার মধ্যে অন্যতম প্রবাসী সংস্থা চট্টগ্রাম সমিতিসহ মানব সেবামূলক বিভিন্ন সংগঠন। এতে আজিম নগরসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় অর্ধ শতাধীক পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে