ফটিকছড়িতে প্রাইভেট কারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ মহিউদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামখাগড়াছড়ি সড়কের নাজিরহাট মেডিকেল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হাটহাজারীর পূর্ব মন্দাকিনী বাদশা মিয়া ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে। জানা যায়, দ্রুত গতির প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মহিউদ্দিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরজাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান তিনি নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ
পরবর্তী নিবন্ধটেকনাফ উপকূলে ভেসে এলো দুটি মৃত কচ্ছপ