ফটিকছড়ি উপজেলা মিলনায়তনে গত বুধবার প্রত্যাশী–সিমস্ প্রজেক্টের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশী সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ সেলিম। প্রত্যাশী–সিমস্ প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন– উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, প্রত্যাশী এরিয়া ম্যানেজার মোঃ গোলাম ফারুক আহমেদ প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার নিয়মিতভাবে ফটিকছড়ি সহ বিভিন্ন অঞ্চলে বন্যা দূর্গতদের এই মানবিক সহায়তা প্রদান করার জন্য প্রত্যাশী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।