ফটিকছড়িতে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ দাবি

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা বিএনপির একাংশ এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠানের উদ্যোগে গতকাল রোববার পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতায় তিনি বলেন, যারা অবৈধভাবে শেখ হাসিনার ইভিএম দিয়ে জনপ্রতিনিধি হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চেষ্টা করবো প্রথমে প্রশাসনের মাধ্যমে কাজটি করতে। আর তা যদি না হয় তাহলে ছাত্র জনতা কী ঘটিয়েছে তা বেশি দেরি হয় নাই, এটা তাদের বুঝতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, মহিবুল্লাহ চৌধুরী বাহার, মনসুর আলম, আজম খান, এস এম আবু মনসুর, ফয়েজ তারেক, গাজী আমান উল্লাহ, আহমেদ রশীদ, ওমর ফারুক, নজরুল, মুন্না, সাহাবু, হাসেম প্রমুখ। অবস্থান কর্মসূচির পর বিএনপি নেতা সরওয়ার আলমগীরের নেতৃত্বে একটি টিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধরাস্তার ধারে টাকাভর্তি ব্যাগ, গুনে মিলল ১৭ লাখ ৯২ হাজার
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যের নতুন ডিজি রোবেদ আমিন