ফটিকছড়িতে পুকুরে ভাসছিল বৃদ্ধ মহিলার লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ২:১৯ অপরাহ্ণ

ফটিকছড়ি পৌরসভায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পুকুরে ভেসে উঠতে দেখা গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) পৌরসভার ৭নং ওয়ার্ডে বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে লাশটি ভেসে উঠে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা এহসান।

স্থানীয় সালাহউদ্দিন রাসেল সহ অন্যান্যরা জানান- বেলা ১২টার দিকে বৃদ্ধ মহিলার লাশটি ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে লাশটি একটি বৃদ্ধ মহিলার। সে উপজেলার সুন্দরপুর ইউপির ইউনুস মেম্বার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৭১ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম নগর যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা