ফটিকছড়িতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের মাজারের পুকুরে ডুবে সাইমুল ইসলাম ইসাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে সে ডুবে গেলে রাত সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্বার করে।

জানা গেছে, নিহত কিশোর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের বাটালি রোড়ের মুহাম্মদ ইসলামের ছেলে। সে বন্ধুদের সাথে মাজার জিয়ারতে গিয়েছিল। মাজারের পুকুরে গোসল করতে নামলে সে তলিয়ে যায়।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত মাইজভান্ডার পুকুরে অভিযান চালিয়ে কিশোরের লাশ উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধযাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দম্পতি ১৩ বছর পর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাহাড়ে মরুর খেজুর