ফটিকছড়িতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়ির হারুয়ালছড়িতে পানিতে পড়ে মো: আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে আন্দারমানিক মাদ্রাসার পুকুরে পড়ে এ শিশুর মৃত্যু হয়। নিহত শিশু মো: আব্দুল্লাহ পশ্চিম আন্দার মানিক ইসহাকের ছোট ছেলে।

স্থানীয় মাওলানা ইলিয়াছ সামছি বলেন- সকালে নিখোঁজ হন আব্দুল্লাহ। পরে অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পুকুরে ভেসে উঠে। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ছাদ থেকে পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধআমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা