ফটিকছড়িতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (৪) নামে এক শিশু ও বাড়ির ছাদ থেকে পড়ে মোহাম্মদ আবুল হাশেমের (৫৭) মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে আন্দারমানিক মাদ্রাসার পাশের পুকুরে পড়ে ৪ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যু হয়। সে পশ্চিম আন্দার মানিক এলাকার ইসহাকের ছোট ছেলে। স্থানীয়রা জানায়, নিহত শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চৌমুহনী বাজারের উত্তরে শিল্প পাড়ার একটি ভবনের ৩ তলার ছাদ থেকে পড়ে গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের মোহাম্মদ আবুল হাশেমের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।
জানা যায়, কিছুদিন পূর্বে নিহত আবুল হাশেমের চোখের অপারেশন করা হয়। ঘটনার দিন সকালে ৩ তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি।