ফটিকছড়িতে নির্বাচনে ‘প্রভাব বিস্তার করা’ প্রচার উপকরণ অপসারণ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৮:১২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এমন প্রচারণা সম্বলিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অন্যান্য প্রচার উপকরণ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। এ ব্যাপারে তিনি বলেন, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের স্বার্থে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এমন উপকরণ অপসারণ করা হয়েছে। এ সময় ফটিকছড়ি থানা পুলিশ ও সাংবাদিকরা সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী পূজা আজ
পরবর্তী নিবন্ধসীমান্ত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক