ফটিকছড়িতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

হাতের আঙ্গুলে স্ট্যাম্পের কালি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নিখোঁজ ব্যবসায়ী জোবায়ের হোসেন জুয়েলের (৩০) সন্ধান মিলেছে ২৪ ঘণ্টা পর। গুরুত্বর আহত জোবায়েরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে চিকিৎসক। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামখাগড়াছড়ি মহাসড়কের পাশে তার খোঁজ মিলে। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি সদর বিবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় নিখোঁজ হন ব্যবসায়ী জোবায়ের হোসেন জুয়েল। এ ব্যাপারে তার বড় ভাই মোহাম্মদ শহিদ ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। জুয়েল ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ ধুরুং গ্রামের জহির উদ্দিন মিয়াজী বাড়ির মৃত এস এম হাবিবুর রহমানের পুত্র। ৫ দিন আগে তিনি রাঙ্গামাটিয়া এলাকা থেকে বিয়ে করেছে।

ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেঙে জোবায়েরের পাশে থাকা স্বজনরা জানান, তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি ভালভাবে চলাফেরা করতে পারছেন না। ভয়ে ভীত হয়ে পড়েছেন। তার হাতের বৃদ্ধা আঙ্গুলে স্ট্যাম্পের কালির চিহ্ন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ নিয়েছে দুর্বৃত্তরা।

তার বড় ভাই মো. শহিদ বলেন, আমার ছোট ভাই বিবিরহাট বাজারে বিকাশের ব্যবসা করতো। এ ব্যাপারে একটি মহলের সাথে গত বছর তার দ্বন্দ্ব হয়। তখন তার দোকানে হামলার ঘটনাও ঘটে। তখন আমরা সামাজিক মর্যাদার ভয়ে চুপ ছিলাম। এখন জীবনের হুমকি হয়ে পড়েছে। জোবায়ের সুস্থ হলে আমরা মামলা করবো।

ফটিকছড়ি থানার এস আই হিমেল চাকমা বলেন, নিখোঁজ জোবায়ের এখন চিকিৎসাধীন। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় নির্মাণ সামগ্রী ও গাড়ি রেখে যানজট সৃষ্টি
পরবর্তী নিবন্ধবাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দগ্ধ