ফটিকছড়ির নানুপুরে চইগ ও ঝইগ নামের ২টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন। এ সময় পরিবেশ অধিদপ্তর ও ফটিকছড়ি থানা পুলিশ সহায়তা প্রদান করেন।
জানা যায়, জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ এর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে উল্লিখিত ইটভাটার প্রত্যেকটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করে তৎক্ষণাৎ আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।