ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের চানপুর এলাকায় টিলা থেকে মাটি কাটা এবং সেই মাটি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে রমজান আলী নামের একজনকে ৩ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এ অভিযানে ১টি এক্সক্যাভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
সোমবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।
জানা যায়- রমজান আলী নামের ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন- এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।