চট্টগ্রামের ফটিকছড়িতে বিপরীত সাইডে একটি টমটম ওভারটেক করার সময় সিএনজিচালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন মহিলার মৃত্যু হয়েছে এবং একজন যুবকের এক হাত পুরোপুরি বিচ্ছিন্নসহ পায়ে গুরুতর আঘাত পেয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মহিলা।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট আজম রোডের মাথায় এ ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলের সামনের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়- নাজিরহাট থেকে ফটিকছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিজের সাইডে যাচ্ছিল; এমন সময় সামনে থেকে আসা একটি অটোরিকশা দুটি গাড়িকে একসাথে ওভারটেক করতে গেলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মহিলা মারা যান এবং একজন যুবকের হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।
পড়ে ৩ জনকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- ৩জন গুরুত্বর আহত নারী-পুরুষকে হাসপাতালে নিয়ে আসা হয়। এতে একজন মহিলা মৃত ছিল। অন্য একজন যুবকের হাত বিচ্ছিন্ন হওয়া এবং পায়েও বেশ আঘাতপ্রাপ্ত হয়। ২ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ায় যুবকের বাড়ি নারায়ণহাট এবং আহত এক মহিলার বাড়ি সুয়াবিল।