ফটিকছড়িতে রাতের আধারে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে এক ব্যাক্তিকে ০৬ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১লা জানুয়ারি (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।
পরিচালিত এ মোবাইল কোর্টে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর (টপ সয়েল) কর্তন করার অপরাধে মৃত কামরুজ্জামান কামালের পুত্র মো: রাব্বি (৩৩) কে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়।
সরেজমিনে দেখা যায়-জাহানপুর এলাকার আবু আহমদের মালিকাধীন প্রায় ২০ শতক কৃষি জমি হতে এক্সকেভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এ সময় অপরাধীর নিয়ন্ত্রনাধীণ অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তি আদালতে তার স্বীয় অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্তকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ড্রাম ট্রাক ০৩টি নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন।