শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের খেলা আগামী ২জানুয়ারি থেকে ফটিকছড়ির মাঠে শুরু হবে। এ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ট্রফি উন্মোচন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃতী ফুটবলার,চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মো. শাহজাহান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিঞা মোশারাফুল আনোয়ার মশুর সভাপতিত্বে ও সদস্য সচিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, নুরুল ইসলাম মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, মো. এনামুল হক, আবু আজম তালুকদার, আবুল খায়ের, আবু মেম্বার প্রমুখ।