চট্টগ্রাম ফটিকছড়ির দাঁতমারার মোহাম্মদ রমজান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
১৮ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন মো: হাসান নামের আরো এক যুবক।
নিহত যুবক মোহাম্মদ রমজান একই এলাকার পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের কনিষ্ঠ সন্তান। বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই মো: বাদশা বলেন- আমার ভাইকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। সে বাড়িতে আমাদের গরু-ছাগল দেখাশোনা করতো। আমরা ঘটনাস্থলে না থাকায় নিশ্চিত করে বলতে পারছিনা তাকে কে বা কারা মেরেছে।
আশা করি প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে- দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। ইতিপূর্বে একই এলাকায় হত্যাকাণ্ডের মত আরো ঘটনা ঘটেছিল।
এ ব্যাপারে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনার পরপরই আহত হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে।