ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলা ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর ৪ নং ওয়ার্ডস্থ শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন এবং ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।

জানা যায়, নিহত আবুল হাশেম সকালে তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন,‘ খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রের মুখে বান্দরবানে লামায় ৯ শ্রমিক অপহরণ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পানিতে পড়ে শিশুর মৃত্যু