ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের হাজারো নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি সদর বিবিরহাট চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিবিরহাট ১নং রোড থেকে শুরু হয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, বিএনপির নাম বিক্রি করে অনেকেই চাঁদাবাজি করছে। তাদেরকে চিহ্নিত করুন। কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আবু বকর চৌধুরী মহিন, রকশি ঘোষ, জাবেদ, নজরুল করিম, মীর আলী আকবর, রোকন উদ্দিন, কে এফ সাইমুন, ইমরান, মোজাম্মেল, এমদাদ, অপু, সাইমন, নয়ন, আরমান, জুয়েল, জেখি, সাইফুল, নাজিম, আনুয়ার, মুরাদ, জাহেদ, আজগর, হাফেজ আকবর, শাহীন, মিনহাজ, ইয়াকুব, রিফাত, সাকিব, সাইমন, আলাউদ্দিন, কাউসার, তানভীর, সোহাগ, মোবিন , রুকন, তৌফিক, ইমতিয়াজ, ইব্রাহিম, আকিব, গালিব, শওকত, শাহাদাত, আরমান, রনি, আবু বকর প্রমুখ।