ফটিকছড়িতে আবারও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে হারুয়ালছড়িতে চলতি মাসের ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ হাজার নাগরিকের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।
গতকাল সোমবার হারুয়ালছড়িতে স্মার্ট কার্ড বিতরণের শেষ দিনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।