ফটিকছড়িতে গ্যসের চুলার আগুনে পুড়েছে ৭ বসতঘর। গত বুধবার উপজেলার রোসাংগিরি ইউপির ৬নং ওয়ার্ডের বিল্লা মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির মো. আলি আকবর, মো. জমির, মোহরম আলী, মোহাম্মদ আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার ও মঞ্জুরা খাতুনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দীন বলেন– আমার ঘরের পাশে চাচাতো ভাইদের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মো. আরিফের ঘরে গ্যাসের চুলায় চা দিয়ে বাইরে চলে আসার পর চুলার আগুন থেকেই হটাৎ এ আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন– খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে ৭পরিবারের বসতঘর পুড়েছে। এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।