ফটিকছড়িতে বিলকিস আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কোরবান আলি হাজ্বী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ একই এলাকার প্রবাসী মো. আব্বাসের স্ত্রী। জানা যায়, সকালের দিকে স্থানীয়রা বিলকিস আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, প্রবাসী আব্বাসের সাথে বিলকিস আক্তারের প্রায় ১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তিন মাস আগে মারা যান ওই গৃহবধূর মা। তারপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন, ময়নাতদন্তের রিপোর্টের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।