ফটিকছড়ির হারুয়ালছড়িতে চা পাতা বোঝাই করে ফ্যাক্টরিতে আসার সময় টিলা বেয়ে উঠতে গিয়ে পিক আপ উল্টে এক চা বাগান শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন চা শ্রমিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে হারুয়ালছড়ি ইউপির ৭নং ওয়ার্ডের সুজানগর এলাকাস্থ ডাইক্কে পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চা শ্রমিক মিনা ত্রিপুরা (২৮) ৬নং ওয়ার্ড হাজারিখীল বেলিজার পাড়ার বাসীন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন হারুয়ালছড়ি ৭নং ওয়ার্ড সদস্য মো: মঈনুল করিম
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মো: মঈনুল করিম বলেন– দুপুরে কাজ শেষ করে ফ্যাক্টরির দিকে আসার সময় গাড়ি উলটে একজন মারা যান। আরেকজনের অবস্থা আশংকাজনক। তারা সবাই এলাহি নূর চা বাগানের শ্রমিক।