ফটিকছড়িতে গলা কাটা লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৪:২৯ অপরাহ্ণ

ফটিকছড়ির একটি চা বাগানে বেলাল নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁতমারা ইউপির নিউ দাঁতমারা চা বাগানে এলাকাবাসী তীব্র দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পেয়ে খোঁজ নিয়ে বাগানের ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি বেলাল ওই এলাকার বাসিন্দা। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বুনো হাতির আক্রমণে নিহত ১
পরবর্তী নিবন্ধছেলের বিয়ের আনন্দে মায়ের মৃত্যুর বিষাদ